বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

আজ রোববার (৫ নভেম্বর) সকালে তাকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করে র‌্যাব।

universel cardiac hospital

সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেন চৌধুরীকে র‌্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার কথা পরে জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন