পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নির্বাচন পেছানোর একটি প্রস্তাব আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। শুক্রবার সিনেটে প্রস্তাবটি তুলেছিলেন সিনেটর দিলাওয়ার খান। এর পক্ষে ভোট দেন উপস্থিত বেশিরভাগ আইনপ্রণেতা। তবে সিনেটে পাস হওয়া কোনো প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই। খবর জিও নিউজের।
সিনেটে তোলা প্রস্তাবের বিষয়ে দিলাওয়ার খান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের ওপর হামলা হচ্ছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপরও হামলা হয়েছে। এমনকি নির্বাচনী সমাবেশে হামলা হতে পারে বলে সতর্কতা উচ্চারণ করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
স্বতন্ত্র সিনেটর দিলাওয়ার খানের ভাষ্যমতে, প্রতিবন্ধকতা দূর না করে নির্বাচন আয়োজন করা উচিত হবে না বলে উল্লেখ করেছে সিনেট। তাই ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা উচিত। এ সময় তিনি নির্বাচন পেছানোর প্রক্রিয়া শুরু করতে পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।