ঈদের আগে বিতর্কিত কারাবন্দী নেতা মামুনুল হককে ‘মুক্তি’ না দিলে ঈদের পর মাঠে নামার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব। শুক্রবার বিকেলে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় উগ্রবাদী সংগঠনটির আয়োজিত এক ইফতার মাহফিলে জুনায়েদ এই হুমকি দেন। অনুষ্ঠানে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, দেশকে ‘দিল্লির আনুগত্য’ করতে বাধ্য করা হচ্ছে।
হেফাজত দাবি করে তারা ‘অরাজনৈতিক সংগঠন’। তবে শুক্রবারের ইফতার মাহফিলের মতো ধর্মীয় আয়োজনে সংগঠনের নেতাদের দেওয়া পুরো বক্তব্যের বিষয়বস্তুর ছিল রাজনীতি।
জুনায়েদ আল হাবিব বলেন, ‘ঈদের আগেই মাওলানা মামুনুল হকের মুক্তি হবে, না হয় ঈদের পর আমরা মাঠে নামব।’ ১৯ মার্চ মামুনুল হককে জামিন দেওয়ার কথা ছিল বলে জানান জুনায়েদ। তার হুশিয়ারি, ‘আমাদের বলা হয়েছিল, আপনারা জামিন আবেদন করেন, মুক্তি হয়ে যাবে। কিন্তু ১৯ তারিখে মুক্তি হয় নাই। ঈদের পূর্বে মামুনুল হককে মুক্ত দেখতে চাই। না হয় ঈদের পরে আঙুল বাঁকা করতে বাধ্য হব।’