পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টাকা থাকলেই অপচয় করা যাবে না, দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। তবে নতুন বছরের মার্চ বা এপ্রিল থেকে দেশে ডলারের ঘাটতি থাকবে না। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে দুইদিনব্যাপী আয়োজিত কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিনমাসে দেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি, ডিসেম্বর মাসে আরও কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী, ক্রীড়া সংস্থার কুস্তি কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল নোমান প্রমুখ।
দুইদিনের কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি দল অংশগ্রহণ করছে।