সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে শিবির নেতা গ্রেফতার

সারাদেশ ডেস্ক

গ্রেফতার
গ্রেফতার। প্রতীকী ছবি

আজ রোববার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের পাশের রওশন আরা ছাত্রাবাসে গোপন বৈঠক চলাকালে ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শিবির নেতা আসাদুল্লাহ আল গালিব সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ছাত্রাবাসে গোপন মিটিং চলছে এমন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শিবির নেতা আসাদুল্লাহ আল গালিবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গালিব ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাকি শিবির নেতাদের গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে