ব্যারিস্টার মওদুদকে হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট

মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুকে তীব্র ব্যাথা অনুভব করায় আজ রোববার বিকাল ৩টার দিকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

তার স্ত্রী হাসনা মওদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উনাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। তার হার্টবিট স্বাভাবিক না। তিনি স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন জানান, আদালতে মামলার হাজিরা দিতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে