কৃষকদের জন্য খাজনা রশিদ সম্পর্কিত যে প্রজ্ঞাপন রয়েছে তা সংশোধনের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংশোধনীতে কৃষকদের জন্য খাজনা আরও কমিয়ে আনতে সুপারিশ করেছে কমিটি।
আজ মঙ্গলবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যাবলি এবং এসডিজি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিসগুলো মনিটরিং করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
- আরও পড়ুন >> ইগলু আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান : ৫ লাখ টাকা জরিমানা
- আরও পড়ুন >> নতুন ছবি নিয়ে আসছেন শাকিব-বুবলী
- আরও পড়ুন >> ফেসবুকে শোভন-রাব্বানীকে নিয়ে জারিনের বিস্ফোরক স্ট্যাটাস
বৈঠকে উপজেলাভিত্তিক খাস জমির খতিয়ান, রাস্তার পরিমাণ, বেদখল নদীর জমির পরিমাণ নির্ধারণ করে তালিকা তৈরির সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সদস্য মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম অংশ নেন।