রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত। এছাড়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়াতে ধন্যবাদও জানিয়েছে প্রতিবেশী দেশটি।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এসব কথা বলেছেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে জানান, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি এর সঙ্গে জড়িত সবার জন্য ভালো হবে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগে সহায়তা করবে ভারত।
প্রসঙ্গত, চীনকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।