রিজার্ভ চাঙ্গা করতে চীন ১ বিলিয়ন ডলার দিয়েছে পাকিস্তানকে

পাকিস্তানের হ্রাসমান বৈদেশিক মূদ্রার রিজার্ভ চাঙ্গা করতে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) আরেকটি বেইল আউট আশংকার মাঝে বেইজিংয়ের কাছ থেকে ইসলামাবাদ এই সহায়তা পেয়েছে বলে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

রিজার্ভ স্থিতিশীল রাখতে এই ঋণ চীনের উপর পাকিস্তানে ক্রমবর্ধমান নির্ভরতাকে তুলে ধরছে। ২০১৭ সালের মে’তে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬.৪ বিলিয়ন ডলার থেকে গত সপ্তাহে ৯.৬৬ বিলিয়ন ডলারে নেমে আসে।

পাকিস্তান অর্থমন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে অর্থমন্ত্রণালয়ের মুখপাত্রের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ নিয়ে জুনে শেষ হওয়া অর্থ বছরে চীনের কাছ থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান।

সূত্র জানায়, পাকিস্তান গত অর্থবছরের প্রথম ১০ মাসে চীনে কাছ থেকে ১.৫ বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক ঋণ নেয়। একই সময়ে দেশটি চীনের বিভিন্ন ব্যাংক থেকে ২.৯ বিলিয়ন ডলার বাণিজ্যিক ঋণ নেয় বলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে