তিশা-রোহানকে দেখা যাবে ইন্টারঅ্যাকটিভ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহিত

নুসরাত ইমরোজ তিশা ও ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান জুটি বেঁধে অভিনয় করলেন। ‘কিন্তু, যদি এমন হতো’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন ইমরান ইমন। হাউস দ্যাট প্রোডাকশন প্রযোজিত এ চলচ্চিত্রটি আজ বৃহস্পতিবার টেকনো মোবাইল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

‘কিন্ত, যদি এমন হতো’ বাংলাদেশে প্রথম নির্মিত ইন্টারঅ্যাকটিভ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর অভিনব বিষয় হচ্ছে, দর্শক তার ইচ্ছানুযায়ী চলচ্চিত্রটির কয়েক ধরণের পরিণতি দিতে পারবেন। চলচ্চিত্রটির দৈর্ঘ্যও নির্ভর করবে দর্শকের নেওয়া সিদ্ধান্তের উপর।

universel cardiac hospital

এর গল্প আবর্তিত হয়েছে দু’টি আলাদা শহরে বাস করা ডাক্তার ফাহাদ ও বুশরাকে ঘিরে। দূরত্বের কারণে তাদের সম্পর্কের জটিলতাকে ঘিরে গল্প এগিয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালক ইমরান ইমন বলেন, আসলে প্রতিটা চলচ্চিত্রই নতুন অভিজ্ঞতা। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি টেকনিক্যালি বা যেকোনোদিক থেকেই একটু ভিন্ন ঘরানার। অভিজ্ঞতাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই নতুন, তাই আমার টিমের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন, কাজটি সবদিক থেকে ভালো হয়। বাকিটা দর্শকদের উপর, গল্প বলার নতুন এই ধরণ আশা করি সবার ভালো লাগবে।

নুসরাত ইমরোজ তিশা বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও শুটিংয়ের ব্যস্ততার কারণে সাধারণত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এ চলচ্চিত্রের নতুনত্বের কারণে কাজ করতে রাজি হয়ে যাই। এখন বাকিটা দর্শকদের ওপর। চলচ্চিত্রে গল্প বলার ধরণে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।

ইয়াশ রোহান বলেন, আমি সবসময়ই অভিনয়ের বৈচিত্র্যে বিশ্বাসী। ‘স্বপ্নজাল’-এর পর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দর্শক আমাকে নতুনভাবে খুঁজে পাবেন। আমার বিশ্বাস, তারা আমার চরিত্রটি পছন্দ করবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে