বেঙ্গালুরুর বিপক্ষে ১ রানে হারল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই

ক্রীড়া ডেস্ক

ধোনি
দুর্দান্ত এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ধোনি। ছবি: এএফপি

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই যেন বাজির ঘোড়া। চলতি আইপিএলে এক টানা জয় পাচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। তবে রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই হেরে গেলে টেবিলের তলানীতে পড়ে থাকা বেঙ্গালুরুর বিপক্ষে।

ম্যাচে জয়ের পথেই ছিল চেন্নাই। ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে একাই লড়াই করে যান অধিনায়ক ধোনি। তার ব্যাটেই জয় দেখেছিল চেন্নাই।

শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। প্রথম বলে চার, পরের ৪টি বলে তিন ছক্কা ও একটি ডাবল রান নেন ধোনি। অর্থাৎ,শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। কিন্তু উমেশ যাদবের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ধোনি।

universel cardiac hospital

৪৮ বলে সাত চার ও পাঁচটি চারের সাহায্যে ৮৪ রান করেন ধোনি। রোববার আইপিএলের চলতি আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ও বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করে বেঙ্গালুরু।

১৬২ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়। এমন কঠিন পরিস্থিতে থেকে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের স্বপ্ন দেখান ধোনি। কিন্তু অসাধারণ খেলে যাওয়ার পরও তীরে এসে তরী ডুবে চেন্নাইয়ের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে