বালিয়াডাঙ্গীতে ফেল করায় ইঁদুর মারার ওষুধ খেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এসএসসি (দাখিল) পরীক্ষায় ফেল করায় ইঁদুর মারা ওষুধ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছেন সাহাব উদ্দীন (১৬) নামে এক শিক্ষার্থী।

সোমবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ী গ্রামের একরামুল হকের ছেলে।

universel cardiac hospital

সাহাব উদ্দীন মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ইংরেজি বিষয়ে ফেল করেন তিনি।

মাদরাসার নৈশ্য প্রহরী নুরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকেলে গ্যাস টেবলেট খায় সাহাব উদ্দীন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, শিক্ষার্থীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে