দেশের আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় পাওয়া গেছে ক্যাসিনো বোর্ড। যেখানে খেলা হতো ডলারে। আর সেখানে হাইপ্রোফাইল লোকজনের আনাগোনা ছিল বলে ধারণা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রোববার বিকালে পাঁচটা থেকে শুরু হওয়া অভিযান সন্ধ্যা পর্যন্ত চলছিল। গুলশান-২ নম্বরের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর ওই বাসভবনের ছাদে বিপুল বিদেশি মদ ও সিসা বার পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বিল্ডিংয়ের ছাদে যে ক্যাসিনোটি পাওয়া যায়, এতে ডলারের মাধ্যমে খেলা হতো।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে যতগুলো ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়, সেসব জায়গায় দেখা গেছে খেলা হতো টাকা দিয়ে। আর এখানে এক সেন্ট থেকে শুরু করে ১০০ ডলার পর্যন্ত কয়েন দিয়ে খেলা হতো। এতেই বোঝা যায় এখানে খুব হাইপ্রোফাইল মানুষজন খেলতে আসতেন।
এছাড়া ক্যাসিনোটি সকল প্রকার আধুনিক সুবিধা রয়েছে উল্লেখ এ কর্মকর্তা বলেন, এখানে মদ থেকে শুরু করে সিসা, গাঁজা সব ধরনের সুযোগ-সুবিধা ছিল।