চট্টগ্রাম-সিলেট লড়াই দিয়ে শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

ক্রীড়া প্রতিবেদক

‘বঙ্গবন্ধু বিপিএল’
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। ১১ ডিসেম্বর মিরপুরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স।

গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। গত আসরের মতো এবারও সাতটি দল অংশ নিবে বিপিএলে।

বিপিএলে শুক্রবার বাদে দিনের প্রথম ম্যাচটি দুপুর সাড়ে বারোটায় শুরু হবে। শেষ হবে বিকাল সাড়ে তিনটায়। দ্বিতীয় ম্যাচটি বিকাল ৫টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিটে শেষ হবে।

অন্যদিকে, শুক্রবার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়, শেষ হবে বিকাল ৫টা ২০ মিনিটে। আর দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়, শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের খেলায় থাকছে আটটি ম্যাচ। যা ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই ভেন্যুতে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। ঢাকায় দ্বিতীয় পর্বে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে বিপিএল যাবে সিলেটে।

২-৪ জানুয়ারি সিলেটে গড়াবে মোট ৬টি ম্যাচ। এরপর আবার বিপিএল ফিরবে ঢাকায়। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিশেষ বিপিএল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে