নাগরিকত্ব আইন : উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় পুলিশ
ফাইল ছবি

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার উত্তর প্রদেশের বিজনরে ২ জন এবং সাম্ভাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মোট ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। খবর এনডিটিভির।

তবে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং দাবি করেন, পুলিশের বন্দুক থেকে একটি গুলিও বের হয়নি। তারা কোনো বিক্ষোভকারীর ওপর একটিও গুলি চালায়নি। বরং বিক্ষোভকারীরায় পুলিশের ওপর হামলা চালিয়েছে।

universel cardiac hospital

এদিকে বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। পুলিশ তাদের ঠেকাতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছুঁড়ে। ইতিমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে রাজনীতিক, ইতিহাসবিদসহ বিশিষ্ট ব্যক্তিদেরও।

এ নিয়ে গত কয়েকদিনে ভারতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হলেন।

নিষেধাজ্ঞা জারি করে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং সাধারণ মানুষকে বিক্ষোভ কার্যক্রম থেকে দূরে থাকতে আহ্বান জানান। পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে