ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
জানা যায়, এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নতুনভাবে তাদের মধ্যে এ বিরোধ দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে যেকোনো অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক সহশিক্ষা কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রেরণে ডাকসু একক এখতিয়ার রাখে। এ বিষয়ে ডাকসুর সংশ্লিষ্ট সম্পাদকরা দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করবেন। তার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে যেকোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগে ডাকসুর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করা হলো।
ভিপি নুরের অভিযোগ, এমন বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই জানেন না তিনি।
তিনি বলেন, ওই বিজ্ঞপ্তির বিষয়ে আমার সঙ্গে বা ডাকসুতে কোনো ধরনের আলোচনা হয়নি।
এ বিজ্ঞপ্তিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ‘ব্যক্তিগত’ বিজ্ঞপ্তি বলে মন্তব্য করেন ভিপি নুর।
বিষয়টিকে তিনি ছাত্রলীগের ‘দখলদারি প্রবণতার বহিঃপ্রকাশ’ আখ্যা দেন।
এদিকে ছাত্রলীগ বলছে, সবার সঙ্গে আলোচনা করেই বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি ও জিএসের স্বাক্ষর থাকার নিয়ম থাকলেও এ বিজ্ঞপ্তিতে শুধু জিএস গোলাম রাব্বানীর স্বাক্ষর রয়েছে।
মঙ্গলবার বিজ্ঞপ্তিটির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের ডিন, হলগুলোর প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটগুলোর পরিচালক, বিভাগগুলোর চেয়ারম্যান, প্রক্টর কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।
বিতর্কিত ওই বিজ্ঞপ্তির সমালোচনা করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ, স্বতন্ত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অরণি সেমন্তি খান, ছাত্র ফেডারেশন থেকে ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা বেনজীর।
ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ডাকসুর নামে পাঠানো ওই বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে৷
বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি নুরের স্বাক্ষর নেই কেন এবং একে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের বিতর্ক বিষয়ে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ডাকসুর ভিপি গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন না বলেই’ বিজ্ঞপ্তি নিয়ে বিরূপ মন্তব্য করছেন।